সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে দিনভর প্রচন্ড গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ওয়ালিডং এলাকায় গতকালও দিনভর প্রচ- গোলাগুলি হয়েছে। সীমান্তের এপারের বাসিন্দারা বলেছেন, ভোর ৬টা থেকে থেমে থেমে ভারী অস্ত্রের নিক্ষিপ্ত গোলার আওয়াজে তারা তটস্থ ছিলেন। তবে এসব বিষয়ে গতকালও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিজিবির একজন অফিসার অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তারা সর্বোচ্চ কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করছেন। তিনি জানান, দেশের ভূখন্ড ও সীমান্তের জনগণের জানমাল রক্ষায় বিজিবি জওয়ানরা সদা প্রস্তুত রয়েছে। এদিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেছেন, শুক্রবার দুপুরের পর থেকে গত ৩ দিন ধরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এমন অবস্থায় সীমান্তের এপারের মানুষ সীমাহীন আতঙ্কে দিন কাটাচ্ছেন। সীমান্তের বিষয়গুলোর  খোঁজ রাখেন- এমন কয়েকটি সূত্র জানায়, শনিবার মিয়ানমার সরকারি সীমান্তরক্ষী বাহিনীর একটি ক্যাম্প দখলে নিয়েছে সে দেশের সরকার বিরোধী গেরিলা বাহিনী। সূত্র জানায় আরাকান আর্মী (এএ) নামের এই বাহিনী আরাকান এলাকার স্বাধীনতার জন্য সরকারের সঙ্গে লড়াই করছে। সম্প্রতি এএ গেরিলারা সরকারি ক্যাম্প দখল করায় তা পুনরুদ্ধারের জন্য সে দেশের সেনাবাহিনীর সহায়তায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মরণপণ লড়াই করায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে।

সর্বশেষ খবর