সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিনজনকে ছুরিকাঘাত

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার সামনে এক নারীশ্রমিককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তিন শ্রমিককে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। গতকাল সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে ওই কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পোশাক কারখানার শ্রমিকরা জানান, সকালে নারীশ্রমিক সীমা কারখানায় আসার জন্য গেটের সামনে পৌঁছালে ওত পেতে থাকা কিশোর গ্যাং সদস্য সেলিম, কামরুল, রনি ভূঁইয়া, জীবন, মেহেদী, নাহিদ, মঞ্জু, আল আমিন, কাউছার, রাসেলসহ আরও বেশ কয়েকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রকাশ্যে উত্ত্যক্ত করতে থাকেন। একপর্যায়ে ওই নারীশ্রমিকের স্বামী রিমন বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের প্রকাশ্যে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ওই কারখানার স্টাফ রাজ্জাক ও নিরাপত্তাকর্মীরা তাদের বাঁচাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাজ্জাককে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। দুর্বৃত্তরা সবাইকে কারখানার বাইরে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়ার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আশুলিয়ার কিশোর গ্যাং সদস্যদের কারণে পোশাকশ্রমিকসহ স্থানীয়রা চরম বিপাকে পড়েছেন। পোশাক কারখানা ছুটির পর কিশোর গ্যাংয়ের সদস্যরা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে বেতনের টাকা জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এলাকাবাসী দ্রুত কিশোর গ্যাংয়ের সদস্যদের কঠোরভাবে দমনে প্রশাসনের প্রতি আহ্বান জানান। গতকালের ঘটনায় কিশোর গ্যাং সদস্য সেলিমকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ওই কারখানার অ্যাডমিন ম্যানেজার মির্জা হাসান বেগ। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর