শিরোনাম
মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাইবার ঝুঁকির মূল্যায়ন জরুরি

নিজস্ব প্রতিবেদক

সাইবার ঝুঁকির মূল্যায়ন জরুরি

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, সাইবার জগতের সম্ভাব্য হুমকি ও ঝুঁকির সঠিক মূল্যায়ন না করলে পুলিশের সক্ষমতা ও উদ্যোগ বিফলে যাবে। মাথাচাড়া দেবে অপরাধীরা। বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন সাইবার জগতের দিকে মনোনিবেশ করছে পুলিশ স্টাফ কলেজের ব্যবস্থাপনায় বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা-এর ১১তম বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বর্তমানে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে প্রযুক্তিগত সেবা বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগামী দিনে সাইবার হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা জোরদারের সময় এসেছে। বাংলাদেশ পুলিশ ডিজিটাল প্ল্যাটফরমে সংঘটিত অপরাধ মোকাবিলায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সাইবার জগতে সংঘটিত অপরাধ মোকাবিলায় সক্ষমতা প্রমাণে সমর্থ হয়েছি।

সর্বশেষ খবর