মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চোখের জলে বিদায়, এলাকায় মাতম

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, ফরিদপুর-২-এর সংসদ সদস্য, অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা নির্বাচনী এলাকা নগরকান্দায় অনুষ্ঠিত হয়। তাঁর লাশ এলাকায় পৌঁছালে হাজারো মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। নগরকান্দা মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে গতকাল বেলা    সোয়া ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নগরকান্দা, সালথা ও আশপাশের হাজার হাজার মানুষ এতে অংশ নেন। পরে তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্স যখন বিদ্যালয়ের মাঠ অতিক্রম করে তখন সবার চোখ ছিল অশ্রুসিক্ত। জানাজায় আসা নগরকান্দার রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রওশন জামান মজিদ বলেন, ‘সাজেদা আপা অবহেলিত নগরকান্দায় আঁধার ঘরে উন্নয়নের আলো জ্বেলেছিলেন।’

কাইচাইল ইউনিয়নের অটোচালক ছিদ্দিক শেখ (৫৫) বলেন, ‘আমার ইউনিয়নে একসময় রাস্তাঘাট ছিল না। সাজেদা চৌধুরীই পাকা রাস্তা তৈরি করে দিয়েছেন। তাঁর জন্য আমরা অটো চালিয়ে সংসার চালাচ্ছি।’ রামনগর ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল (৭৫) বলেন, ‘সাজেদা চৌধুরী শুধু দিতে জানতেন। তিনি অসংখ্য বেকারকে চাকরি দিয়েছেন।’ পোড়াদিয়া গ্রামের অশীতিপর এক ব্যক্তি বলেন, ‘আজ আমরা অভিভাবক হারালাম।’ জানাজার আগে জনতার উদ্দেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, ‘তিনি শুধু এ অঞ্চলের মানুষের প্রাণের নেত্রী ছিলেন না, ছিলেন সারা দেশের মানুষের শ্রদ্ধাভাজন। অল্প কথায় তাঁর সম্পর্কে বলে শেষ করা যাবে না। মানুষ ও মানুষের কল্যাণে তিনি জীবনের সিংহভাগ ব্যয় করেছেন। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে সবাইকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছেন।’

সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন, ‘তিনি শুধু এ এলাকা নয়, সারা দেশের আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। এলাকাকে নগরে পরিণত করেছেন।’ তিনি বলেন, ‘আমার মা যেমন আপনাদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে আমৃত্যু থাকব।’ জানাজায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এস এম কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজার আগে লাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. জামাল হোসেন মিয়া।

 

 

সর্বশেষ খবর