মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিমানের সিটের নিচে দেড় কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের দুটি সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার রাতে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ এর অরুন আলোয় দীর্ঘ ১২ ঘণ্টার অভিযানে সিটের নিচে পাইপের ভিতর থেকে সোনাগুলো জব্দ করে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। এসবের বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

গতকাল ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট রবিবার সকাল ৬টা ৩৮ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সোনার চালান রয়েছে বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। এরপরই কাস্টমস কর্মকর্তারা পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেন। ফ্লাইটটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে তল্লাশি করতে তা হ্যাঙ্গার গেটে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ তল্লাশি অভিযান শেষ হয় রাত ৯টা ৪০ মিনিটে। তল্লাশি শেষে পাওয়া সোনাগুলোর ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম। এগুলো ১৭ জে এবং ১৯ জে সিটের নিচের পাইপের ভিতরে পাওয়া যায়। এ ঘটনায় ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জোহরা খানম অজ্ঞাত আসামি করে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।

 

সর্বশেষ খবর