বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যে-কোনো মূল্যে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না

শফিকুল ইসলাম সোহাগ

যে-কোনো মূল্যে জাতীয় পার্টিকে  ভাঙতে দেব না

মসিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির সাবেক মহাসচিব জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টিতে যে সমস্যার সৃষ্টি হয়েছে সবাইকে নিয়ে বসে আলোচনা করে তার সমাধান হওয়া একান্ত প্রয়োজন। জাতীয় পার্টি আবারও ভাগ হওয়াটা কারও জন্যই সুখকর হবে না। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির ঐক্য যে-কোনো মূল্যে ধরে রাখতে হবে। আগামীতে আর ভাঙতে দেওয়া হবে না। রাঙ্গা গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ২৬ নভেম্বর পার্টির কাউন্সিল ডেকে কমিটি গঠন করেছেন। বিষয়টি কেন্দ্র করে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির সভায় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পরিবর্তে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের চিঠি এখন জাতীয় সংসদের স্পিকারের কাছে রয়েছে। সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, এ সংকটের সমাধান করতে গিয়ে যদি আমায় পদত্যাগও করতে হয় আমি রাজি। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে আরও বেশি সংগঠিত করতে হবে। তিনি বলেন, এর আগেও দলে এ রকম একটি ভাঙনের সৃষ্টি হয়েছিল। তখন তিনি দুই গ্রুপেরই মহাসচিব ছিলেন। সবাইকে নিয়ে বসে আলোচনা করে সমাধান করে দিয়েছিলেন। তিনি বলেন, আমি চাই আবারও যদি প্রয়োজন পড়ে, আমি সবাইকে নিয়ে সমাধান করে দিতে রাজি আছি। এ ইস্যুতে যা ঘটেছে পুরনায় বসে নিজেদের সবার অবস্থান ঠিক রেখে দল সংগঠিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এজন্য যদি তাঁকে পদত্যাগ করতে হয়, আগামীতে নির্বাচন না-ও করতে হয় তাতেও তাঁর আপত্তি নেই। তিনি বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্য গণমাধ্যমে আসছে। জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। এ সমস্যার সমাধান করার জন্য দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ সবাইকে নিয়ে বসতে হবে। আমাদের লক্ষ্য দলকে সুসংগঠিত করা। তিনি বলেন, দীর্ঘদিন এ দলের সঙ্গে জড়িত আছি। এ দলের ঐক্য ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। বেগম রওশন এরশাদের সঙ্গে যাঁরা আছেন তাঁদের কীভাবে দলে অন্তর্ভুক্ত করা হবে- জানতে চাইলে বলেন, বেগম রওশন এরশাদ দেশে ফিরলে সবাই বসে সমাধান করতে হবে।

সর্বশেষ খবর