বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমার সীমান্তে বিজিবি আরও শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মিয়ানমার সীমান্তে বিজিবি আরও শক্তিশালী

মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। ‘রাজশাহী পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর’ উদ্বোধনকালে গতকাল তিনি এ তথ্য জানান। পরে তিনি জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে সই করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মিদের সঙ্গে সে দেশের সরকারের যুদ্ধ হচ্ছে। এ কারণে মাঝে মাঝে আমাদের সীমান্তেও গোলা পড়ছে। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও শক্তিশালী করা হয়েছে। আশা করা যাচ্ছে, অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, রাজশাহী রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

সর্বশেষ খবর