বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সংসদে ৭৩ জন নারী সদস্য   রয়েছেন, যা বিশ্বের অনেক দেশে নেই। নারী সংসদ সদস্যরা বিষয়ভিত্তিক ও গ্লোবাল ইস্যুতে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখেন। গণতন্ত্র সুসংহত ও সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারী প্রতিনিধিত্ব প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে। গতকাল মহিলা পরিষদ আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বিশেষ অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি।

আরও বক্তব্য রাখেন জাকিয়া পারভিন খানম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই এমপি, লুৎফুন্নেসা খান এমপি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

সর্বশেষ খবর