বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ দলে চমক

নেই মাহমুদুল্লাহ, সাকিবের সহকারী সোহান

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ দলে চমক

পারফরমার নয়। ইমপ্যাক্ট ক্রিকেটারকে গুরুত্ব দিয়েছেন ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ শ্রীধরন শ্রীরাম। পারফরম্যান্স নয়, ইমú্যাক্ট ক্রিকেটার চাই- টিম ম্যানেজমেন্টের এই পরিকল্পনায় টি-২০ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ১২১ টি-২০ ম্যাচে ২১২২ রান করা মাহমুদুল্লাহ রিয়াদের। ছন্দে না থাকার পরও হার্ড ও বাউন্সি উইকেটে ‘হরিজেন্টাল’ শট খেলার বিবেচনায় সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য শান্তকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাক আপ ওপেনার। অভিজ্ঞ মাহমুদুল্লাহর জায়গা হয়নি আগামী বিশ্বকাপের চিন্তায়। গতকাল জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কনসালটেন্ট অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে তিন জাতির টুর্নামেন্টের দল ঘোষণা করেন। মাহমুদুল্লাহসহ বাদ পড়েছেন সর্বশেষ এশিয়া কাপের দল থেকে এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান। অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ইনজুরি কাটিয়ে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ। দুটি আসরে সাকিব আল হাসানকে সহায়তা করবেন নুরুল হাসান সোহান। এশিয়া কাপে সাকিবের সহকারী ছিলেন আফিফ হোসেন ধ্রুব। সোহান জিম্বাবুয়ে সফরে অধিনায়ক ছিলেন। জিম্বাবুয়ে সফরে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন লিটন। একই সফরে আঙুল ভেঙেছিলেন নুরুল হাসান। সিরিজে তখন দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। ইয়াসির আলী ইনজুরিতে পড়েন ওয়েস্ট ইন্ডিজ সফরে, টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে। তিনজনেরই কেউই খেলেননি এশিয়া কাপে। এশিয়া কাপের স্কোয়াডে থাকার পরও শেষ মুহূর্তে গোড়ালির ইনজুরিতে ছিটকে পড়েন ডান হাতি পেসার হাসান মাহমুদ। বেশ কয়েকদিন ধরেই মাহমুদুল্লাহ আলোচনার টেবিলে ছিলেন। সর্বশেষ ৫ ম্যাচে দুই ডিজিটের স্কোর করেছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বলে ২২, শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ২৫ বলে ২৭ রান করেন। কিন্তু টিম ম্যানেমেন্টের ‘ইমপ্যাক্ট’ কৌশলের অংশীদার হতে পারেননি। এছাড়া অধিনায়ক সাকিবের গুড বুকেও নেই তিনি। তাই বাদ পড়েছেন। অবশ্য সর্বশেষ ১১ ম্যাচে মাহমুদুল্লাহ’র স্ট্রাইক রেট ছিল ১০২.৮২। অথচ ক্যারিয়ারে স্ট্রাইক রেট ১২২.৭২। সর্বশেষ ৫০ রানের ইনিংস খেলেন ১১ মাস আগে টি-২০ বিশ্বকাপে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৫০ রান করেছিলেন ২৮ বলে ৩টি করে চার ও ছক্কায়। ছন্দে না থাকার পর দলে জায়গা করে চমক দেখিয়েছেন ৯ ম্যাচে ১৪৮ রান করা নাজমুল শান্ত। তাকে দলে নেওয়ার ব্যাখ্যায় শ্রীরাম, ‘আমি মনে করি শান্ত অনেক ভালো খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রয়োজনীয় টেম্পারমেন্ট ওর আছে। অল্পবিস্তর যে ব্যাটিং দেখেছি তার, মনে হয়েছে ওর সেই টেম্পারমেন্ট আছে। বাউন্সি উইকেটে হরিজেন্টাল শট খেলতে পারে। তাই আমার মনে হয়, আমরা যে ইমপ্যাক্ট খুঁজছি সেটি ওর মধ্যে রয়েছে।’

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক),  মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই : শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর