বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি বন্ধ, এপারে স্বস্তি

বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গতকাল দিনভর মিয়ানমারের সরকারি বাহিনী এবং সে দেশের গেরিলা বিদ্রোহীদের মধ্যে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এ অবস্থায় স্বস্তি ফিরে এসেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারপাড়া, তমব্রু, বাইশফাঁড়ি, ফাত্রাঝিড়ি থেকে সোনাইছড়ি পর্যন্ত বিস্তীর্ণ জনপদে।

ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তের ওপারে ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপর থেকে আর কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তিনি জানান, ওপারে স্থিতিশীলতা বিরাজ করায় এপারের দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য কাজকর্মে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সীমান্তের এপারের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে বিশেষ কোনো যুদ্ধকৌশল হিসেবে সেদেশের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বিদ্রোহীদের ওপর কোনো হামলা চালায়নি। এর ফলে বিদ্রোহী বাহিনীও পাল্টা হামলা চালানো থেকে বিরত ছিল। সূত্র জানায়, নিজেদের ভূখণ্ড রক্ষায় সীমান্তে স্থাপিত ৫টি বর্ডার আউট পোস্টে (বিওপি) নিয়োজিত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জওয়ানদের সার্বক্ষণিক সতর্ক অবস্থায় দেখা গেছে। এদিকে সীমান্তের ওপার থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশের যে আশঙ্কা করা হচ্ছিল গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

সর্বশেষ খবর