বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেম আর নেই

নিজস্ব প্রতিবেদক

বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেম আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ বর্ষীয়ান রাজনীতিক  শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই। গতকাল রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শাহ মোয়াজ্জেম হোসেনের একান্ত সহকারি ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা এইচ এম সাইফ আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ মোয়াজ্জেম হোসেন এক ছেলে ও এক মেয়েসহ বহু বন্ধুবান্ধব আত্মীস্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। একমাত্র ছেলে বর্তমানে থাইল্যান্ড এ অবস্থান করায় দাফনের সময় পরে নির্ধারণ করে জানানো হবে। সাইফ আলী খান জানান, গতকাল দুপুরে সর্দি-জ্বরের কারণে তাকে বনানীর প্রেসক্রিপশন পয়েন্টে নিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। সেখান থেকে স্বাভাবিকভাবেই বাসায় ফিরে আসেন। রাতে একটু শ্বাসকষ্ট দেখা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনীতি করতে গিয়ে তিনি জীবনের উনিশটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন।  তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। সত্তরের নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হলেও তিয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব¡ পালন করেন। তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। এরপর তিনি হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দেন। তারপর তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। মারা যাবার মাত্র তিন দিন আগে তিনি বিএসএমএমইউ-তে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছিলেন। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ জোহর তার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জের শ্রীনগরে। এরপর বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

সর্বশেষ খবর