শিরোনাম
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গাড়ি ভাঙচুরে আমানসহ ৫১ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। পাঁচ বছর আগে এ মামলাটি হয়েছিল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন গতকাল এ আদেশ দেন।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।  অভিযোগ গঠনের সময় জামিনে থাকা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবীর খোকনসহ অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের আগে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। এদিকে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এ মামলা করেছিল পুলিশ। এখন সে মামলায় আদালত অভিযোগ গঠন করেছেন। প্রত্যেক আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন।

২০১৭ সালের ২২ অক্টোবর রাজধানীর মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড়ে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

সর্বশেষ খবর