শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এলসি ও লেনদেনে চীনা মুদ্রা

নিজস্ব প্রতিবেদক

এলসি ও লেনদেনে চীনা মুদ্রা

ডলারের আধিপত্য কমাতে এবং আমদানি-রপ্তানির সুবিধার্থে চীনা মুদ্রায় এলসি খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চীনের সঙ্গে আমদানি ও রপ্তানিতে দেশটির মুদ্রা ইউয়ান নামে পরিচিত সিএনআই দিয়ে লেনদেন করতে এডি ব্যাংকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবে। গতকাল এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০১৮ সালের আগস্টে এক নির্দেশনায় চীনের সঙ্গে লেনদেন সহজ করতে ইউয়ান দিয়ে সরাসরি আমদানি ও রপ্তানি দায় নিষ্পত্তির জন্য ক্লিয়ারিং অ্যাকাউন্ট খোলার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ডলারের আধিপত্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, এর আগে ২০১৮ সালের নির্দেশনার ফলে ব্যবসায়ীরা চাইনিজ মুদ্রায় লেনদেন করতে পারতেন। ব্যাংকগুলোও সিএনআই মুদ্রায় হিসাব পরিচালনা করতে পারত। আগের সার্কুলারের সুযোগকে আরও বড় পরিসরে করতে নতুন সার্কুলারটি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ডলারের আধিপত্য কমাতে সহায়কা ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈশ্বিক আমদানি-রপ্তানির ক্ষেত্রে একক মুদ্রা হিসেবে ডলারের আধিপত্য সম্প্রতি অনেক বেড়েছে। এতে বাংলাদেশের মতো অনেক দেশই বিপাকে পড়েছে। কেননা চীনের মতো যেসব দেশের সঙ্গে আন্তবাণিজ্যে ডলার ব্যবহার করায় দেশগুলো নানা সমস্যায় পড়ছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ব্যবহার করতে পারলে বাংলাদেশ এবং সংশ্লিষ্ট দেশগুলোর জন্য আমদানি-রপ্তানি নিষ্পত্তিকরণ প্রক্রিয়া সহজ হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।

গতকালের নতুন নির্দেশনার ফলে ইউএস ডলার, ইউরো, জাপানি ইয়েন, যুক্তরাজ্যের পাউন্ড ও কানাডিয়ান ডলারের মতো বৈদেশিক মুদ্রা দিয়ে লেনদেন সম্পন্ন করতে চীনের মুদ্রা ইউয়ান কিনতে ব্যাংকগুলোর অথরাইজ ডিলার (এডি) শাখাগুলোকে অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, এডি শাখাগুলো চীনের ব্যাংকের সঙ্গে ইউয়ান মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবে। এ জন্য প্রয়োজনীয় ইউয়ান কিনতে পারবে দেশি ব্যাংকগুলো। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে টাকার বিপরীতে ডলারের মূল্য স্মরণকালের সব রেকর্ড ভঙ্গ করে ১২০ টাকায় উঠেছিল। বর্তমানে তা ১০৬ টাকায় লেনদেন হচ্ছে। এ ছাড়া রপ্তানি ও রেমিট্যান্স কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমছে ধারাবাহিকভাবে।

সর্বশেষ খবর