শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ডেঙ্গু-করোনায় এক দিনে চারজনের মৃত্যু

৫৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা গেছেন আরও দুজন। এ সময়ে নতুন করে ৩৬৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন, যার মধ্যে ১৩৮ জনই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ১০.৮৭ শতাংশ, যা ৫৮ দিনের মধ্যে সর্বোচ্চ।

এদিকে বিশ্বে করোনা মহামারি সমাপ্তির পথে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বুধবার আশ্বস্ত করলেও বাংলাদেশে সংক্রমণ বেড়েই চলেছে। শনাক্তের হার ৫ শতাংশের ওপরে রয়েছে টানা ১৭ দিন।

গত ২২ আগস্টের পর মাত্র চার দিন সংক্রমণ কিছুটা কমতে দেখা গেছে। বাকি ২১ দিনই বেড়েছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১০.৮৭ শতাংশ। সবশেষ এর চেয়ে বেশি (১২.২০ শতাংশ) শনাক্ত হারের খবর এসেছিল গত ২০ জুলাই। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৬০ জন করোনা রোগী। স্বাস্থ্য  অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনকে নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩৩৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯৮৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৫৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ১৮ জন। গত ৬ সেপ্টেম্বর এক দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক গত বুধবার সংবাদ সম্মেলনে বলেন, করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনোই ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই, কিন্তু (করোনা মহামারির) শেষ দেখা যাচ্ছে। নতুন সংক্রমণের সংখ্যা গত সপ্তাহে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। যদি আমরা এখন এই সুযোগটি গ্রহণ না করি, তাহলে ভাইরাসের আরও ভ্যারিয়েন্ট, আরও মৃত্যু, আরও বিধিনিষেধ, আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে যাব। তাই সংক্রামক এই রোগের বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উচ্চ-ঝুঁঁকিপূর্ণ গোষ্ঠীগুলোতে ১০০ শতাংশ টিকা দেওয়ার এবং ভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা চালিয়ে যেতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ খবর