মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া  হবে না। যে পরিমাণ রোহিঙ্গা রয়েছে তাদের নিয়েই জটিলতায় রয়েছি। গতকাল রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে মিয়ানমারের বর্ডার লাইন মূলত বান্দরবান ও টেকনাফের দিক দিয়ে। টেকনাফের পরে বান্দরবান সীমান্ত খুব দুর্গম। সেখানে বিওপিগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব অনেক বেশি। আমরা যেটুকু শুনেছি, আরাকান আর্মির সঙ্গে তাদের (মিয়ানমার) বিরোধ। তার জের ধরেই তারা গোলাগুলি করছে। এর দুই-একটি আমাদের সীমান্তের ভিতরে অথবা কাছাকাছি এসে পড়ছে। এতে একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন, আমরা এ জন্য মিয়ানমারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছি। তাদের অ্যাম্বাসেডরকে তলব করে বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর