শিরোনাম
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র

বিএনপি আগামী নির্বাচনে পরাজিত হবে বলেই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তারা বিভিন্ন রকম কথা বলে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। গতকাল প্রয়াত সংসদ উপনেতা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ এই স্মরণ সভার আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, বিএনপির জন্মই পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে। বিএনপি জন্মলগ্ন থেকেই পাকিস্তানের জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করে এসেছে। মির্জা ফখরুল তাদেরই আজ্ঞাবহ একজন মুখপাত্র। কাজেই তাদের কথায় বাইরে কোনো কথা বলার অধিকার নেই।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে স্মরণসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি প্রমুখ।

সর্বশেষ খবর