বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনীতির নামে আগুনসন্ত্রাসে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির নামে আগুনসন্ত্রাসে কঠোর ব্যবস্থা

রাজনীতির নামে আগুনসন্ত্রাস করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় ডিএমপি প্রধান বলেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ডিএমপির সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন বিভাগ ও শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও ডিএমপির ১০টি বিভাগ ও বিভিন্ন পদমর্যাদার ১২০ জন অফিসার এবং ফোর্সকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

 

সর্বশেষ খবর