বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সেনা সমাবেশের নির্দেশ পুতিনের

ইউক্রেনে ৬ হাজার সেনা নিহত রাশিয়ার

প্রতিদিন ডেস্ক

রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনে বড়সড় আক্রমণের ইঙ্গিত দিয়ে সেখানে আরও রিজার্ভ বাহিনী মোতায়েনের ঘোষণা দেন তিনি। এজন্য ডিক্রি জারি করেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে প্রায় ছয় হাজার সেনা নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা, পার্স টুডে, বিবিসি, রয়টার্স

খবরে বলা হয়, এ ভাষণের পরদিনই (বুধবার) বিশাল সামরিক সমাবেশ ঘটিয়ে শক্তিমত্তাকে সর্বোচ্চ  ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়। পশ্চিমা সূত্র বলছেন, এ সমাবেশকে ‘প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।’ এদিকে আগের দিনের টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ‘রাশিয়াকে দুর্বল করে বিভক্ত করার চেষ্টা করছে পশ্চিমা দুনিয়া। তারা সীমা অতিক্রম করেছে।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘যদি আমাদের দেশের অস্তিত্ব হুমকিতে পড়ে তাহলে মানুষকে বাঁচাতে আমরা সমস্ত ধরনের অস্ত্রই ব্যবহার করব।’ ইউক্রেনে আরও বড় হামলার ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, ‘দেশের রিজার্ভ বাহিনীতে নাম থাকা ও সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কিন্তু শারীরিকভাবে সক্ষম ও অভিজ্ঞদের ফের ফৌজে নিয়োগের জন্য ডিক্রি জারি করা হয়েছে।’

এদিকে পুতিনের ঘোষণার পর তাঁর ডিক্রি জারি প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, ইউক্রেন অভিযানে আরও ৩ লাখ সেনা মোতায়েন হতে পারে। পুতিনের এ ভাষণকে যুদ্ধ বাড়ানোর জন্য উদ্বেগজনক অভিহিত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জিলিয়ান কিগান বলেন, ‘এ হুমকিকে আমাদের অবশ্যই ভীষণ গুরুত্বের সঙ্গে নিতে হবে। পরিস্থিতির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, এমনকি তা পুতিনের হাতেও নেই বলে আমি নিশ্চিত; এটা অবশ্যই যুদ্ধকে বাড়িয়ে দেবে।’

বিশ্বযুদ্ধ আসন্ন : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস ‘বিশ্বযুদ্ধ আসন্ন’ উল্লেখ করে বলেছেন, বিশ্ব খুবই বড় একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আর দেখা যায়নি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রথম দিন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ছোট দেশগুলোর জন্য সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ভালো খবর নেই। জাতিসংঘ মহাসচিবের মূল প্রবন্ধেও কোনো ভালো খবর নেই।’ তিনি উল্লেখ করেন, রাশিয়া এবং চীনের সঙ্গে পশ্চিমা দেশগুলোর বাজে সম্পর্কই পরিস্থিতি আরও বেশি জটিল করেছে।

রাশিয়ার হাজার সেনা নিহত : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরুর পর থেকে ৫ হাজার ৯৩৭ জন সেনা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেন পশ্চিমাদের সঙ্গে সম্মিলিত হয়ে যুদ্ধ করছে। রাশিয়া তেমনটি করছে না। রাশিয়া একাই গোটা শক্তির বিরুদ্ধে লড়ছে।’

 

 

সর্বশেষ খবর