বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে : এডিবি

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সময় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় বা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের দুর্বলতায় গত অর্থবছরের চেয়ে এবার প্রবৃদ্ধি কম হবে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা কার্যালয়ে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ এ এসব তথ্য উল্লেখ করা হয়েছে। আউটলুক প্রকাশ অনুষ্ঠান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাক্সিক্ষত হারে বিনিয়োগ আসবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও। এ অবস্থায় বাজেট বাস্তবায়নের ধারা ধরে রাখা, কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনের জন্য রাজস্ব আদায় বাড়াতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বৈশ্বিকভাবে খাবারের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দামে অস্থিরতা মূল্যস্ফীতির হার বাড়বে। রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বৈশ্বিকভাবে খাদ্য সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এসব কারণে মূলত বাড়ছে নানা পণ্যের দাম। বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে মনে করছে এডিবি। উল্লেখ্য, সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ। সেই হিসাব চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬ শতাংশ কম হবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে এডিবি। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করা হয়েছে।

 

সর্বশেষ খবর