শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণুতা বাড়াতে হবে

ড. এস এম এ ফায়েজ

শফিউল আলম দোলন

রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণুতা বাড়াতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, অনেক তো হলো, এবার একটা শান্তিপূর্ণ পরিবেশ  দেখা যাচ্ছে এক পক্ষ আরেক পক্ষের সভা-সমাবেশে হামলা চালাচ্ছে। আবার কখনো নিজেরা ঝামেলা করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে। গণতন্ত্র সঠিকভাবে প্রসারিত করতে হলে এসব পরিহার করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিক আহমেদ বলেন, ‘এত দিন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি খুব শান্তই ছিল। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে গত এক-দুই মাসেই সংঘাতের খবরগুলো বেশি পাচ্ছি।’ তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন তো থামিয়ে রাখা যাবে না। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দিকেই সবার নজর দিতে হবে। তা না হলে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ নেবে না। নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্রের মূল স্পিড হারিয়ে যাবে। সাবেক আইনমন্ত্রী বলেন, নির্বাচন সামনে এলে রাজনৈতিক দলগুলো সক্রিয় হবে এটাই স্বাভাবিক। তবে সহিংসতা কেন! গণতান্ত্রিক সমাজে মানুষ অধিকার ব্যক্ত করতে পারবে। কিন্তু অধিকার ব্যক্ত করার নামে জ্বালাও-পোড়াও করা, মারামারি করা, হট্টগোল সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এসব করলে গণতন্ত্র সুন্দরভাবে প্রসারিত হবে না।

সর্বশেষ খবর