শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি জটিল হবে

ড. মিজানুর রহমান

আকতারুজ্জামান

নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি জটিল হবে

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে পরিস্থিতি আরও জটিল হবে। তবে বিএনপি-আওয়ামী লীগের মধ্যকার এই উত্তপ্ত পরিস্থিতি আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। আমরা আসলে পরিস্থিতি যা দেখি তা ঢাকাকেন্দ্রিক। কিন্তু ঢাকাই তো পুরো বাংলাদেশ না। দেশের কৃষক-শ্রমিকরা কী ভাবছে, তাদের পেটে ভাত আছে কি না, তারা কতটুকু সন্তুষ্ট আছে এটাই মূল বিষয়। ঢাকার কয়েকটি ঘটনায় পুরো রাষ্ট্রের পরিচয় পাওয়া যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ অধ্যাপক বলেন, জাতিসংঘ থেকে মানবাধিকার বিষয়ে কয়েকটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে, সেই সুযোগ অনেকে গ্রহণ করতে চাইছে। কিন্তু যারা বা যে রাজনৈতিক দল মনে করে- পাকিস্তান আমলে ভালো ছিল, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তাদের কোনো কিছুর ওপর আমার আস্থা নেই। তারা যে এখনো কথা বলে, এটাই তো যথেষ্ট। আমি মনে করি যথেষ্ট স্বাধীনতা তারা ভোগ করছে। পাকিস্তানপ্রীতি অনেক সহ্য করা হয়েছে, এনাফ। মিজানুর রহমান বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী অপর রাজনৈতিক গোষ্ঠীর ওপর হামলা, আক্রমণ করতে পারে না। এগুলো ন্যূনতম গণতান্ত্রিক শিষ্টাচারকে লঙ্ঘন করে, সংগঠন করার অধিকারকে লঙ্ঘন করে। এসব কাক্সিক্ষত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করা উচিত। প্রত্যেকে যেন গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সবাই যেন নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, তবে সেটি যেন রাষ্ট্রীয় ভিত্তিকে আঘাত না করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা নির্বাচন কমিশনকে করতে হবে। তবে কে নির্বাচনে এলো আর কে এলো না- এটি নিশ্চিত তো নির্বাচন কমিশন করতে পারবে না। তবে নির্বাচন কমিশনের আচরণ যেন আইনমাফিক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট কোনো দলের প্রতি যেন তাদের পক্ষপাতিত্ব না থাকে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ খবর