শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাফজয়ীদের লাগেজ ভেঙে ডলার চুরি!

তদন্তে সত্যতা মেলেনি, বলল বিমানবন্দর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবল দল বুধবার দেশে ফিরেছে। তাদের নিয়ে আনন্দে মেতে ওঠে পুরো দেশ। এরই মধ্যে একটি খারাপ খবর এসেছে। কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের লাগেজ থেকে ডলার, কাপড়চোপড়সহ কিছু জিনিস খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কৃষ্ণার ও শামসুন্নাহারের লাগেজ থেকে কিছু ডলার ও কাপড়চোপড় হারিয়ে যায়। এ ছাড়া অনেকের লাগেজের তালা ভাঙা ছিল বলেও জানা গেছে। যেখানে শাড়ি, প্রসাধনীসহ মূল্যবান উপহার সামগ্রী ছিল। সংবর্ধনার পর রাতে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান তখন বিষয়টি নজরে আসে তাদের।

এদিকে, সাফ চ্যাম্পিয়ন মেয়েদের ডলার ও টাকা চুরির ঘটনায় ইতোমধ্যে থানায় দুটি জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি করা হয়েছে বিমানবন্দর থানায় ও আরেকটি মতিঝিল থানায়। এই টাকা না পেলে ক্ষতিপূরণ দেওয়া বলে জানিয়েছে বাফুফে। গতকাল এক সংবাদ সম্মেলনে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা বিমানকে বলেছি, সিভিল অ্যাভিয়েশনকে বলেছি। দুটি জিডিও করেছি। এ সময় কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। ওরা বাচ্চা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় তবে বাফুফের পক্ষ থেকে এটা ওদের দেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। অপরদিকে, নারী ফুটবল দলের সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামুসন্নাহারের লাগেজ থেকে ডলার চুরির বিষয়ে বিমান কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয় বাফুফে। অভিযোগের পর তদন্তের বিষয়ে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। বরং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবলারদের লাগেজ বাফুফে অক্ষত অবস্থায় বুঝে নিয়েছে। গতকাল এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার কথা জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাফুফে প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম অফিসিয়াল কর্তৃক ট্যাগ চেক করে সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজগুলো বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। প্রসঙ্গত, গত সোমবার ফাইনালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি গোল করেন। এটি সাফে মেয়েদের প্রথম শিরোপা জয়। এর আগে, অনেকবারই ফাইনালে খেলেছিল তারা, কিন্তু একবারও শিরোপার উল্লাস করতে পারেনি। দীর্ঘদিন পর অধরা শিরোপা এনে দিয়েছে নারী ফুটবল দল।

সর্বশেষ খবর