শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সংযমের সঙ্গে পর্যবেক্ষণ করছি

গোপালগঞ্জ প্রতিনিধি

সংযমের সঙ্গে পর্যবেক্ষণ করছি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের উসকানির বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমরা সংযমের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিষ্কার কথা- আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এখন যুদ্ধ করার সময় না। তবে আমাদের সবাই প্রস্তুত আছে। আমাদের লক্ষ্য হচ্ছে, উভয় পক্ষ আলাপ-আলোচনার টেবিলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান। গতকাল সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতী নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে বিষয়টা আমরা জাতিসংঘে নিয়ে যাব। শান্তিপূর্ণ সমাধানই আমাদের কাম্য। মিয়ানমারও আশা করি শান্তির পথে আসবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের সিদ্ধান্তে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসার সম্ভাবনা আপাতত নেই। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, এটা আমি আশ্বস্ত করতে চাই। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। নির্বাচনকালীন অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো এই সরকার রুটিনওয়ার্ক পালন করবে। যারা নির্বাচনে দায়িত্বে থাকবে তারা সরকারের অধীনে থাকবে না। তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চলবে। এগুলো বারবার বলার পরও বিএনপি বিষয়টি নিয়ে পানি ঘোলা করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে না এসে তাদের সামনে আর কোনো পথ আছে বলে আমি মনে করি না। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর নাম দিয়েছেন মধুমতী সেতু। প্রধানমন্ত্রী আগামী মাসে সেতু উদ্বোধন করবেন। ৬৯০ মিটার দীর্ঘ ছয় লেনবিশিষ্ট এই সেতুর মাধ্যমে পদ্মা সেতুর সুফল গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ভোগ করবেন। নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, খুলনাসহ গোটা অঞ্চল সুফল পাবে। এ সময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, মধুমতী সেতুর প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর