শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাহাড়ে সম্প্রীতি বিনষ্টে সন্ত্রাসীরা

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে সম্প্রীতি বিনষ্টে সন্ত্রাসীরা

পার্বত্যাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গতকাল আয়োজিত সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দীপংকর তালুকদার বলেন, শান্তিপ্রিয় পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্তির মুখে ঠেলে দিয়েছে সশস্ত্র চাঁদাবাজরা। অবৈধ অস্ত্রের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। এ পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বাঙালিদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন রচনা হয়েছে বহু বছর আগে। যারা এ সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি কখনই বিনষ্ট হতে দেওয়া হবে না। সন্ত্রাস কোনো জাতি-গোষ্ঠীর ধর্ম-বর্ণের হতে পারে না। উসকানি ও গুজবের সংস্কৃতি পরিহার করে পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান, চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেলিনা আক্তার সমাবেশে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর