রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ-আমিরাত ম্যাচ আজ

অনভিজ্ঞ ব্যাটিং লাইনের পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত অপরিচিত প্রতিপক্ষ নয়। ফেবারিট হয়েও ১৯৯৪ সালে আমিরাতের কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। আইসিসি ট্রফির ওই ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে হারেনি টাইগাররা। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে দুই দল একটি করে ম্যাচ খেলেছে। দুটিতেই হেসেছে টাইগাররা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ ও আরব আমিরাত। বাংলাদেশ খেলবে চূড়ান্ত পর্বে এবং আমিরাত খেলবে প্রথম পর্বে। ২০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুবাইয়ে দুই দল দুই ম্যাচ টি-২০ সিরিজ খেলবে। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল। টাইগাররা সিরিজ খেলবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া। তার বদলে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সোহান। শক্তির বিচারে আমিরাত দুর্বল হলেও সোহান বাহিনীর অনভিজ্ঞ ব্যাটিং লাইনকে পরীক্ষা দিতে হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার।           

২০ ওভারের ক্রিকেটে পরিবর্তনের পথে হাঁটছে ক্রিকেট বোর্ড। তলানিতে থেকে গ্রাফ উপরে নিতে নেতৃত্বে বদল এনেছে। কোচও বদলে ফেলেছে। মাহমুদুল্লাহ রিয়াদকে ছেঁটে তার জায়গায় নেতৃত্ব তুলে দিয়েছে সাকিব আল হাসানের হাতে। ২০ ওভারের ফরম্যাটে রাসেল ডমিঙ্গো চলনসই নন বলে তাকেও সরিয়ে দিয়েছে। ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে তার জায়গায় নিয়োগ পেয়েছেন টি-২০ স্পেশালিস্ট শ্রীধরন শ্রীরাম। ভারতীয় বংশোভূত কোচের হাত ধরে নতুন পরিকল্পনায় হাঁটতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। যদিও এশিয়া কাপে চরমভাবে ব্যর্থ হয়েছে। তারপরও শ্রীরাম স্বপ্ন দেখছেন টি-২০ বিশ্বকাপে ভালো কিছুর। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় ২০ ওভারের বিশ্বকাপে কঠিন ব্যারিয়ার টপকাতে হবে শ্রীরাম-সাকিব জুটিকে। বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে স্কোয়াড খেলবে, তাতে অনভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। সাফল্য পেতে যে ব্যাটিং লাইনের উপর নির্ভর করতে হবে, সেখানে সাকিব (১০১) ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ ম্যাচ খেলেছেন লিটন দাস। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিদায় বলেছেন টি-২০ ক্রিকেটকে। বাঁ হাতি ওপেনারের পর নতুন বলে দলের একমাত্র ভরসা ৫৪ ম্যাচে ১০৮১ রান করা লিটন। এছাড়া কোনো ওপেনার ধারাবাহিক নন। ওপেনে এতোটাই সমস্যা যে, গত এক বছরে ১১ জন ওপেনার খেলেছেন ঘুরে ফেরে। প্রমাণিত ওপেনার নেই বলে টিম ম্যানেজমেন্ট এবার মিডল অর্ডারের দিকে মনোনিবেশ করেছেন। ওপেনে লিটনের সঙ্গী হিসেবে মেকশিফট ওপেনার হিসেবে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও নাজমুলকে ভাবছে। অথচ তিন ব্যাটারের কেউই স্পেশালিস্ট ওপেনার নন। ছন্দে নেই নাজমুল শান্ত। ৯ ম্যাচে ১০৪.২২ স্ট্রাইক রেটে তার রান ১৪৮। পাওয়ার প্লের সঠিক ব্যবহারের জন্য সাব্বিরকে এশিয়া কাপে ওপেন করানো হয়েছিল। ব্যর্থ হয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবারের মতো ওপেন করে ৩৮ রান করেন মিরাজ। মিডল অর্ডারে নেই মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। বাদ পড়েছেন মাহমুদুল্লাহ। অবসর নিয়েছেন মুশফিক। সাকিব ব্যস্ত সিপিএলে। তাই মিডল অর্ডারের চাপ সামলাতে হবে ৪৯ ম্যাচে ১১৯.২৬ স্ট্রাইক রেটে ৭৪৯ রান করা আফিফ, ৩৫ ম্যাচে ১১৬.৭৯ স্ট্রাইক রেটে ৩১৩ রান করা সোহান, ২৩ ম্যাচে ১২০.৬২ স্ট্রাইক রেটে ৩১০ রান করা মোসাদ্দেক হোসেন সৈকত, প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ১ ম্যাচে ৮ রান করা ইয়াসির আলিকে। বোলিংয়ে মূল ভরসা মুস্তাফিজুর রহমান। তবে তাকিয়ে পেস বিভাগের মূল ফোকাস তরুণ হাসান মাহমুদের দিকে।

সর্বশেষ খবর