শিরোনাম
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায় : কাদের

গাইবান্ধা প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নতুন কৌশল নিয়েছে, তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। লাশ ফেলে আন্দোলন জমানোর অশুভ খেলায় বিএনপি মেতে উঠেছে। তাই সবাইকে আক্রমণকারী হিসেবে নয়, সংযমী হয়ে সাবধান থাকতে হবে।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গতকাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, এই পরিস্থিতে আপনাদের সাবধান ও সর্তক থাকতে হবে। মিটিং মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বারবার একটা কথা বলেন যে, সরকারের বিদায় সাইরেন নাকি বাজছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে এ সাইরেন ফখরুলের কানে বাজে, জনগণের কানে নয়। ইনশা আল্লাহ সাইরেন বাজবে না। সঠিক পথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সেতুমন্ত্রী বলেন, দেশের বাজারে নিত্যপণ্য ও জ্বালানির সংকট আছে, তবে এ সংকট সৃষ্টি করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বড় বড় দেশ। তার মূল্য দিতে হচ্ছে আমাদের। আপনারা শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এ সংকট সামাল দিয়ে আমরা স্বস্তির বাংলাদেশে ফিরে যাব। রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি। ভোট বেশি দূরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম। বক্তব্য দেন- বিশেষ অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মনোয়ার হোসেন চৌধুরী এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ। এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। স্বাগত বক্তব্য দেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ সাড়ে ছয় বছর পর গতকাল গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

 

সর্বশেষ খবর