সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে নিগাররা

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে নিগাররা

টি-২০ নারী বিশ্বকাপ বাছাই পর্বে ট্রফি হাতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদরা দারুণ সময় পার করছেন। কিছুদিন আগে প্রথমবারের মতো সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই রাশ কাটার আগেই টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানার বাংলাদেশ।

এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ ৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। আগামী ৯-২৬ ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ১০ দলের টি-২০ বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাকি ৮ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার ফারজানা হক পিংকি। ৭৪ টি-২০ ম্যাচ ক্যারিয়ারে এটা তার তৃতীয় হাফসেঞ্চুরি। ৫৫ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার। দেশের মহিলা ক্রিকেটারদের মধ্যে টি-২০ ক্রিকেটে একমাত্র সেঞ্চুরিয়ান ফারজানা। মালদ্বীপের বিপক্ষে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই ওপেনার। সাবেক অধিনায়ক রুমানা আহমেদ খেলেন ২০ বলে ২১ রানের ইনিংস। টার্গেট ১২১ রান। রুমানার লেগ স্পিন ও সানজিদা আক্তার, সোহেলি আক্তার ও নাহিদা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে আইরিশদের বিপক্ষে ১৪ রানে জিতেছিল নিগার বাহিনী। রুমানা ৪ ওভারের স্পেলে ২৪ রানের খরচে নেন ৩ উইকেট এবং ২টি করে উইকেট নেন সানজিদা, সোহেলি ও নিগার। পুরুষ দলও একই দিন ৭ রানে জিতেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।            

সর্বশেষ খবর