মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

করতোয়া পাড়ে শুধুই আর্তনাদ

নৌকাডুবিতে মৃত বেড়ে ৫২, এখনো নিখোঁজ ৩৮

পঞ্চগড় প্রতিনিধি

করতোয়া পাড়ে শুধুই আর্তনাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে তীর্থযাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় আরও ২৭ জনের লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। তবে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দিপংকর রায় জানান, গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত আরও ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট লাশের সংখ্যা হয়েছে ৫২ এবং নিখোঁজ রয়েছেন ৩৮ জন। পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মাহবুব ইসলাম জানান, রবিবার ২৫ জনের লাশ উদ্ধারের পর রাতে নদীতে তল্লাশি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। গতকাল ভোর সাড়ে ৫টায় নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। রাজশাহী, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ডুবুরি দল এখন অভিযানে অংশ নিচ্ছেন। জানা গেছে, নিহতদের স্বজনরা করতোয়া নদীর পাড়ে প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করছেন। তাদের আহাজারিতে  সেখানে এক হৃদয়বিদারক অবস্থা তৈরি হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পরেও লাশ না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।      

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, ধারণা করা হচ্ছে, স্রোতের টানে হয়তো অনেক লাশ আশপাশের নদীতে ভেসে গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সেই বিষয়টি মাথায় রেখেই তল্লাশি অভিযান পরিচালনা করছে। এদিকে মাড়েয়া ইউনিয়ন পরিষদে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত জেলা প্রশাসক দিপংকর রায় জানান, উদ্ধার হওয়া মোট ৫২ লাশের মধ্যে রয়েছে  শিশু ১৩, নারী ২৭ এবং পুরুষ ১২ জন। গতকাল উদ্ধার লাশের মধ্যে রয়েছে ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা রানী (৪৫), দীপ বাবু (১০), সুচিত্রা (২২), কবিতা রানী (৫০), বেজ্যে বালা (৫০), দিপশিখা রানী (১০), সুব্রত (২), জগদীশ (৩৫), যতি মিম্রয় (১৫), গেন্দা রানী, কনিকা রানী, সুমিত্রা রানী, আদুরী (৫০), পুষ্পা রানী, প্রতিমা রানী (৫০), সূর্যনাথ বর্মন (১২), হরিকেশর বর্মন (৪৫), নিখিল চন্দ্র (৬০), সুশীল চন্দ্র (৬৫), যুথি রানী (০১), রাজমোহন অধিকারী (৬৫), রূপালী রানী (৩৮), প্রদীপ রায় (৩০) পারুল রানী (৩২) এবং প্রতিমা রানী (৩৯)। দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায় করোতোয়া নদী থেকেও একটি লাশ উদ্ধার করা হয়েছে। এই লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি বীরগঞ্জ থানার তত্ত্বাবধানে আছে। নিহতদের মধ্যে  অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। এদের মধ্যে বোদা উপজেলার ৩২ জন ও দেবীগঞ্জ উপজেলার ১৮ জন। তিনি জানান, ঘটনার কারণ উদঘাটনের জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরই মধ্যে নিহত প্রত্যেক পরিবারকে লাশ সৎকারের জন্য ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর