মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

খারাপ খবরের শিরোনাম হওয়া কাম্য নয়

ইসহাক আলী খান পান্না

নিজস্ব প্রতিবেদক

খারাপ খবরের শিরোনাম হওয়া কাম্য নয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ হয়েছে। দেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগের গৌরবময় ভূমিকা রয়েছে। সেই ছাত্রলীগের বিরুদ্ধে পদ বাণিজ্য, সিট বাণিজ্য, সংগঠনের অনুপ্রবেশ ঘটানো বা খারাপ খবরের শিরোনাম কোনোভাবেই কাম্য নয়। অভিযোগগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিষয়টি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। নইলে ছাত্রলীগ সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসহাক আলী খান পান্না বলেন, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটিতে কমিটি গঠনে ‘অনুপ্রবেশ’ বন্ধ করতে হবে। জাতির পিতার আদর্শের রাজনীতি করা পরিবার থেকে নেতৃত্ব তুলে আনতে হবে। মাইম্যান কমিটি গঠন বন্ধ করে  সবার মতামত নিয়ে যারা সংগঠনের অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে স্থান দিতে হবে। তিনি বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায় তাই ছাত্রলীগে আসতে অনেকেই মরিয়া। কিন্তু তারা কোন পরিবারের? অতীতে কোন সংগঠনে জড়িত ছিল? এসব বিবেচনায় নেতৃত্বে আনতে হবে। নইলে বির্তক থাকবেই। ছাত্রলীগের এই সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘প্রমোদতরীতে নিয়ে জিয়াউর রহমান ছাত্রদলের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিয়েছিলেন। নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই তিনি এ কাজ করেছেন। তার পথ ধরেই খালেদা জিয়াও ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। কিন্তু ছাত্রলীগ কখনো আদর্শ থেকে বিচ্যুত হয়নি। এখন ক্ষমতায় থাকায় অনেক অনুপ্রবেশকারী ছাত্রলীগে জায়গা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। ছাত্রলীগের কোনো অপকর্মে যেন আওয়ামী লীগের অর্জন ম্লান না হয় সে দিকটি দেখতে হবে। বর্তমান নেতৃত্বকে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত দায়িত্বে থাকবেন ততক্ষণ হিরো। দায়িত্ব চলে গেলে জিরো। কাজেই মাইম্যান, বাণিজ্যের মাধ্যমে কমিটি না করে সংগঠনের জন্য বঙ্গবন্ধুপ্রেমী নেতা তৈরি করতে হবে। যারা যতই দুর্দিন আসুক শেষ পর্যন্ত রাজপথে থাকবে। নীতি ও আদর্শের সঙ্গে কোনো ধরনের আপোষ করা যাবে না।

সর্বশেষ খবর