মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগে কেউ অপরিহার্য নয়

বদিউজ্জামান সোহাগ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগে কেউ অপরিহার্য নয়

ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ছাত্রলীগে কেউ অপরিহার্য নয়। যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক তদন্ত করে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে দেরি করলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা ক্ষতি বয়ে আনবে। কাজেই কেন্দ্র থেকে তৃণমূল যার বিরুদ্ধেই অভিযোগ তা দ্রুত সমাধান করতে হবে। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বদিউজ্জামান সোহাগ বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে ছাত্রলীগের খারাপ খবরগুলো আমাদেরকে পীড়া দেয়। আমরা চাই না, ছাত্রলীগকে নিয়ে কেউ আঙুল তুলুক। কারণ ছাত্রলীগই একমাত্র সংগঠন, যে সংগঠনের নেতা-কর্মীরা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এখনো দিয়ে আসছেন। সেই সংগঠন কেন বির্তকিত হবে? এ ব্যাপারে শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তৃণমূলে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে ত্বরিত কেন্দ্রকে হস্তক্ষেপ করতে হবে। আবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বসে থাকলে বির্তক বাড়বে। প্রয়োজনে শীর্ষ (সভাপতি-সাধারণ সম্পাদক) নেতৃত্বের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে সেটা ছাত্রলীগকে দেখভাল করা দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেখতে হবে। তারা অপারগ হলে নেত্রী দেখবেন। নিকট অতীতেও এমন নজির আমরা দেখেছি। তিনি বলেন, ছাত্রলীগ চলবে গঠনতন্ত্র ও নিয়মতান্ত্রিক উপায়ে। যখনই অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় চলা শুরু করবে তখনই ঝামেলা সৃষ্টি হবে। আমরা যখন দায়িত্ব পালন করি (সোহাগ-নাজমুল কমিটি) তখন সংগঠনের শৃঙ্খলার স্বার্থে সারা দেশে ৬০০ নেতাকে বহিষ্কার করেছিলাম। যখন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে ছাড় দেইনি। 

 

সর্বশেষ খবর