মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে

সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশে বর্তমান অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে। কোনো সময় আমরা দেখিনি ঝুঁকি নেওয়া ছাড়া গণতন্ত্রকে রক্ষা করা গেছে। তিনি আরও বলেন, যুগে যুগে সাংবাদিকরা সত্য প্রতিষ্ঠায় বিভিন্ন ঝুঁকি নিয়েছেন। আতাউস সামাদের মতো সাংবাদিকরা আজও ঝুঁকি নিচ্ছেন। গতকাল সাংবাদিক আতাউস সামাদের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বক্স, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিএফইউজে একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ। ড. কামাল বলেন, ‘মানিক মিয়া ও আতাউস সামাদদের পথ অনুসরণ করে সাংবাদিকরা এখনো উজ্জীবিত। সাংবাদিকদের জনগণের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। আমরা সারা জীবন দেখেছি তারা জীবনের ঝুঁকি নিয়ে লিখেছেন। সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। জনগণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন রাখতে হবে। ঝুঁঁকি নেওয়ার বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে।

সর্বশেষ খবর