মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইতালির নির্বাচনে কট্টর মেলোনির জয়

প্রতিদিন ডেস্ক

ইতালির নির্বাচনে কট্টর মেলোনির জয়

ইতালির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন কট্টর ডানপন্থি নারী নেতা জর্জিয়া মেলোনি। শতকরা ৯০ ভাগ ভোট গণনার পর জানানো হয়, জর্জিয়ার দল ব্রাদার্স অব ইতালি শতকরা ২৬ ভাগ ভোট পেয়েছে। এই ফলাফলের মধ্য দিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম কট্টর ডানপন্থি সরকার গঠন করবেন। সূত্র : রয়টার্স। খবরে জানানো হয়, মেলোনি ইতালির উগ্র ডানপন্থি ব্রাদার্স অব ইতালি পার্টির নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ডানপন্থি দল মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে দলটি। ডানপন্থিদের উত্থান নিয়ে ইউরোপের অন্য দেশগুলোতে উদ্বেগ রয়েছে।

সর্বশেষ খবর