বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভোট ডাকাতির জন্যই ইভিএম

নিজস্ব প্রতিবেদক

ভোট ডাকাতির জন্যই ইভিএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ইভিএম দিয়ে আগামী নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে। ভোট ডাকাতির জন্যই এই ইভিএম প্রকল্প নিয়েছে তারা। তবে ইভিএম দিয়ে সেটা করতে দেওয়া হবে না। কারণ জনগণ নিজের ভোট নিজের হাতে দিতে চায়। গতকাল সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও হান্নান শাহ স্মৃতি সংসদের সদস্যসচিব মজিবুর রহমানের পরিচালনায় এতে বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মরহুম হান্নান শাহর ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। ড. মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ তো ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছে। এবার আর সেটা করা যাবে না। তাই ইভিএমে ভোট ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ইভিএম কেনার জন্য ৮ হাজার কোটি টাকা খরচ করছে। অথচ দেশের মানুষ খেতে পারে না। আসলে একদিকে হাজার হাজার কোটি টাকা লুটপাট, অন্যদিকে ভোট ডাকাতির উদ্দেশ্যেই এই ইভিএম প্রকল্প নিয়েছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর