শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
ভারতীয় সুপ্রিম কোর্টের রায়

গর্ভপাতের অধিকার রয়েছে নারীর

প্রতিদিন ডেস্ক

ভারতে গর্ভপাতের অধিকার পেলেন সব নারী। গতকাল ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় অনুসারে, এখন থেকে অবিবাহিত নারীরাও গর্ভপাত করতে পারবেন। ২৪ সপ্তাহ পর্যন্ত  বিবাহিত ও অবিবাহিত নারীদের গর্ভপাতে কোনো বাধা থাকবে না। সূত্র : এনডিটিভি, আলজাজিরা।

রায় প্রদানকারী বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, বিবাহিত নারীদের মতো অবিবাহিতরাও ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করতে পারবেন। বিয়ে না করার কারণে কোনো নারীকে এই অধিকার থেকে বঞ্চিত রাখা যায় না। এক নারীর আবেদনের প্রেক্ষিতে ভারতের সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে। ওই নারী আবেদনে বলেন, সম্মতির ভিত্তিতে জড়িয়ে পড়া একটি সম্পর্কের পর তিনি অন্তঃসত্ত্বা হন। কিন্তু সম্পর্কটি  ভেঙে যাওয়ার পর তিনি গর্ভপাত করতে চান। গর্ভপাতের ক্ষেত্রে ‘দাম্পত্য ধর্ষণ’ ও ‘ধর্ষণ’ বলে মন্তব্য করেছে আদালত। এ প্রসঙ্গে বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহিত নারীরাও যৌন হামলা বা ধর্ষণের শিকার হতে পারেন। বিনা সম্মতিতে স্বামীর আচরণে একজন নারী অন্তঃসত্ত্বা হতে পারেন। অ্যাক্টিভিস্টরা বলছেন, ভারতীয় নারীদের অধিকারের ক্ষেত্রে এই রায় যুগান্তকারী পদক্ষেপ। সংসদ সদস্য মহুয়া মৈত্র টুইটারে লিখেছেন, সামনের দিকে একটি বড় অগ্রগতি।

 

সর্বশেষ খবর