রবিবার, ২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডিম কারসাজিতে গুটিকয় অসাধু

নিজস্ব প্রতিবেদক

ডিম কারসাজিতে গুটিকয় অসাধু

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর জন্য সম্প্রতি ডিমের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কয়েকজনের জন্য পুরো ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ ও ব্যবসায়ীদের ইমেজ রক্ষায় অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। গতকাল এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন লাইভস্টক, পোল্ট্রি অ্যান্ড ফিশারিজের প্রথম সভায় তিনি এসব কথা বলেন। মতিঝিলে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি বলেন, গরু, মুরগি, মাছ ও চিংড়ি খামারে সরকারি সেবার মূল্য বিশেষায়িত হারে হওয়া উচিত। এতে নতুন উদ্যোক্তারা এই খাতে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। মাছ, চিংড়ি ও মাংসকে রপ্তানি খাত হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এসব খাতে সরকারি নীতি সহায়তা জরুরি। প্রান্তিক খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে লজিস্টিকস ও সরবরাহ শৃঙ্খলা নিয়ে কাজ করতে হবে। মাংস, ডিম ও দুধ উৎপাদন খরচ কমানোর জন্য কৃষিখাতের মতো খামারিদের জন্য নীতি সহায়তার দাবি জানান এই খাতের উদ্যোক্তারা।

সর্বশেষ খবর