সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনিবার্য

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ অনিবার্য হয়ে পড়েছে।

বিদ্যমান অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের পতন, অমানবিক নিপীড়নমূলক রাষ্ট্র-ব্যবস্থার উচ্ছেদের লক্ষ্যেই আমাদের এই যুদ্ধ প্রয়োজন। গতকাল রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত জেএসডির স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। আ স ম আবদুর রব বলেন, ’৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। এবার জনগণের আকাক্সক্ষাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ের রূপ হবে গণআন্দোলন, গণজাগরণ এবং গণঅভ্যুত্থানমূলক। তিনি বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক ও ভূরাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির বন্ধ্যত্ব এবং সীমাবদ্ধতাকে গভীরভাবে পর্যালোচনা করতে না পারলে বাংলাদেশের অখন্ডতা চরম ঝুঁকিতে পড়বে।

সর্বশেষ খবর