সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

তুমব্রু সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়ার কাছাকাছি মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি তুমব্রু কোনারপাড়া শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মিয়ানমারের      রাইম্যাখালির আয়ুবের ছেলে মো. ওমর ফারুক (১৮)। এ ঘটনায় শাহাব উদ্দীন (৩০) নামে আরও এক রোহিঙ্গা আহত হয়েছেন। তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পের যুবক নুর মোহাম্মদ জানান, শুনেছি ওমর ফারুক ও শাহাব উদ্দীন ভোরে মিয়ানমারের কাঁটাতারের সীমান্তে যায়। এতে কাঁটাতারের পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওমর ফারুকের হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে তার মৃত্যু হয়। অন্যদিকে তার সঙ্গে থাকা অন্য রোহিঙ্গা শাহাব উদ্দীনও এ ঘটনায় গুরুতর জখম হন। তবে দুই যুবক কী কারণে সীমান্তে কাঁটাতারের কাছাকাছি গিয়েছিলেন সে তথ্য আমাদের জানা নেই। তুমব্রু সীমান্ত রেখার রোহিঙ্গা ক্যাম্পের আমান উল্লাহ বলেন, দুই যুবক গতকাল ভোরে কাঁটাতারের সীমান্তে যান। তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে ঢুকে পড়েছেন এমনটি শুনেছি। এ সময় মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মাইন বিস্ফোরণের পর তাদের দুজনকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী নিজেদের হেফাজতে রাখে। এ কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা মারা গেছেন নাকি বেঁচে আছেন। তবে সীমান্তের ওপার থেকে খবর এসেছে দুজনের মধ্যে একজন মারা যাওয়ার। এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, বিশেষ প্রয়োজনে বান্দরবান এসেছি, তাছাড়া ঘটনাটি রোহিঙ্গা ক্যাম্পের হওয়ায় আমার জানা নেই। এ বিষয়ে কেউ আমাকে বলেনি।

সর্বশেষ খবর