বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকার কেন আগে জানবে না

নিজস্ব প্রতিবেদক

সরকার কেন আগে জানবে না

বিদ্যুতের জাতীয় গ্রিডে গতকালের বিপর্যয় প্রসঙ্গে বিএনপি আমলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘এটাই হচ্ছে এ সরকারের উন্নয়নের নমুনা। কখন বিদ্যুৎ আসবে তার ঠিক নেই, তাই হারিকেন কিনতে পাঠিয়েছি।’ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা গতকাল দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়লে বিকালে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি রসিকতা করে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি যেটুকু বুঝি- সবকটি গ্রিডে ভালোমতো সিনক্রোনাইজড না হওয়ার ফলে এ ধরনের বিপর্যয় ঘটে। তবে দেশে যে এতক্ষণ বিদ্যুৎ থাকবে না তা সরকার কেন আগে থেকে জানবে না?’ সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাসায় বিদ্যুৎ না থাকার কারণে ইন্টারনেটও নেই। ফলে যোগাযোগও বন্ধ হয়ে আছে। তিনি আরও বলেন, এটা খুবই দুঃখজনক। এ সরকার যে সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তারই বহিঃপ্রকাশ আজ এভাবে বিদুৎ না থাকা। দেশের অর্থনীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সব ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আসলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই এ অবস্থা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর