বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এ সরকার এখন দেশের জন্য একটা বোঝা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার এখন দেশের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারকে না সরালে জাতির অস্তিত্বই টিকে থাকা মুশকিল হবে।

গতকাল দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য অসুস্থ ইকবাল হাসান মাহমুদ টুকুকে তার আসাদগেট এলাকার বাসভবনে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রকল্প করেছে। আর দুর্নীতি-লুটপাট করে বহু টাকা বানিয়েছে। এর মাধ্যমে জাতিকে আজ তারা বড় ধরনের দুর্যোগ, বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, দেশে ‘টোটাল ব্ল্যাকআউট’ এর মতো হয়েছিল মঙ্গলবার। সমগ্র দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সমগ্র দেশ। ‘দেশের ২৬টি সেক্টর সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে- এগুলোর বিষয়ে কোনো তথ্য চাওয়া যাবে না’- বলে রাষ্ট্রপতির পক্ষ থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে- সে বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার। আমরা যেখানে বলছি- এটা কর্তৃত্ববাদী সরকারের বহির্প্রকাশ এবং তারা আরও নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। সেটাই আজ শতভাগ প্রমাণিত হলো রাষ্ট্রপতির এই প্রজ্ঞাপনের মাধ্যমে। এর মাধ্যমে গণমাধ্যমকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করবে। দেশের মানুষকে তারা নিয়ন্ত্রণ করবে এবং অন্ধকারে রাখবে সব তথ্য থেকে- এটা তারই বহির্প্রকাশ। স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে যদি এ ধরনের নির্দেশনা/প্রজ্ঞাপন আসে- তাহলে এই দেশ যে পুরোপুরি কর্তৃত্ববাদী দেশ হয়ে গেছে- সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। অবিলম্বে এই ভয়াবহ সার্কুলার প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আগের দিনে বর্গিরা যেমন এসে সব লুট করে নিয়ে চলে যেত, ঠিক একইভাবে আওয়ামী লীগ আজকে লুট করছে। সবাই জানে হাজার হাজার কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা এই সরকারের পদত্যাগ।

সর্বশেষ খবর