বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভুল বোঝাবুঝি ডিসি-এসপিদের সঙ্গে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটার তালিকা হচ্ছে নির্বাচন কমিশনের। আর জাতীয় পরিচয়পত্র সেবার বিষয়টি সরকারের; এ নিয়ে ইসির মাথা ঘামানোর কিছু নেই। তবে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে স্থানান্তর হয়ে গেলে যদি নির্বাচন প্রক্রিয়া বিঘিœত হয় তখন কমিশন দেখবে বলে উল্লেখ করেন তিনি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন সিইসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সোমবার জাতীয় পরিচয় নিবন্ধনে নতুন আইনের খসড়া নীতিগত অনুমোদন পায়। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী এনআইডির নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনের কাছে ছিল। নির্বাচন কমিশন থেকে এখন এটা সরকারে নিয়ে আসতে চাচ্ছে। ‘এ জন্য এটা হোম মিনিস্ট্রি বা সুরক্ষা সেবা বিভাগে নিয়ে আসা হয়েছে। কিন্তু যে আইনটা উনারা আজকে এনেছেন, সেটা আমরা পরিবীক্ষণ করেছি। মন্ত্রিসভা মনে করে যে, এই আইনটা আরেকটু রিভিউ করা দরকার।’ এ বিষয়ে গতকাল দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ ভোটার তালিকা থাকবে। আমরা ভোটার তালিকা দিয়ে নির্বাচন করব। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাব না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইন তো এখনো হয়নি; নীতিগত অনুমোদন হয়েছে। ভোটার তালিকার বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি। এনআইডির বাই প্রোডাক্ট কিন্তু ভোটার তালিকা নয়। এনআইডি চলে গেলে তো আমাদের ব্যাপার নয়। এটা রাষ্ট্র, সরকার এবং পার্লামেন্টের বিষয়। কাজেই এটা নিয়ে আমাদের চিন্তা-ভাবনার কোনো কারণ নেই। এটা নিয়ে আমরা মাথা ঘামাব না। আমাদের কাজ হচ্ছে নির্বাচন করা। ভোটার তালিকার সঙ্গে এনআইডির সংযোগের কোনো প্রয়োজন নেই বলে জানান সিইসি।

‘হইচই নিয়ে আর মন্তব্য নয়’ : নির্বাচন কমিশনের শনিবারের মতো বিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অনেকে হইচই করার বিষয়টি ভুল বোঝাবুঝি উল্লেখ করে আর কোনো মন্তব্য করতে চান না সিইসি কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে; এগুলো নিয়ে খামোখা এত কথা বলার প্রয়োজন নেই। আপনারা আগামীর দিকে তাকান। ওখানে কিছু হয়নি; হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নেই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাচ্ছি না। গত শনিবার নির্বাচন ভবনে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান ভোটে প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তখন ডিসি-এসপিরা হইচই শুরু করলে বক্তব্য অসমাপ্ত রেখেই বসে পড়েন তিনি।

সর্বশেষ খবর