বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন

কূটনৈতিক প্রতিবেদক

কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন

গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের পরামর্শ সরকারের দরকার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রুনাইর সুলতানের ঢাকা সফরের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রুনাইর সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের বিদেশি রাষ্ট্রদূতদের কাছে প্রশ্ন না করার পরামর্শ দেন। পরে তিনি বলেন, আপনারা যখন যাবেন তখন অবশ্যই তার দেশ সম্পর্কে জানতে চাইবেন। আমেরিকায় কেন এত অল্প সংখ্যক লোক ভোট দেয় সেটা জিজ্ঞাসা করতে পারেন। তাদের ওখানে তো ২৫-৩০ ভাগের বেশি ভোট দেয় না। বাংলাদেশে ৭৮% ভোট কাস্ট হয়। তাদের উপ-নির্বাচনে দেড় থেকে দুই পারসেন্ট লোক ভোট দেয় কেন? তাদের তরুণ সমাজ রাজনীতিতে উৎসাহী নয় কেন? বাংলাদেশে যে একাত্তরে গণহত্যা হলো, এখন মিয়ানমারে হচ্ছে, তা বন্ধে তাদের ভূমিকা ছিল কি?

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভেবে চিন্তে ভোট দেবে বাংলাদেশ : রাশিয়ার নিন্দা জানিয়ে উত্থাপিত রেজুলেশনের ওপর মঙ্গলবার রাতে জাতিসংঘে ভোট হওয়ার সম্ভাবনা আছে। এই ভোটে বাংলাদেশের অবস্থান কী হবে এমন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা পক্ষে, বিপক্ষে বা ভোটে বিরত থাকব কি না? সেটি আমি বলব না। নিজেদের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গে দেব। যুদ্ধের বিষয়ে তিনি বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হোক। 

সর্বশেষ খবর