শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুই দেশের আলোচনায় সমস্যার সমাধান

পঞ্চগড় প্রতিনিধি

দুই দেশের আলোচনায় সমস্যার সমাধান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে চাই। সব সমস্যা নিজেরা বসেই সমাধান করতে চাই। গতকাল বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারিতে উভয় দেশের আর্থ-বাণিজ্যসহ সীমান্ত পারাপারে কিছু সমস্যা সৃষ্টি হযেছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা সে সব সমস্যা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি নির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন শেষে গ্যালারি চত্বরে গাছের চারা রোপণ করেন। বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্ট প্যারেড প্রদর্শন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি অজয় সিং, মাজহারুল হক প্রধান এমপি, বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর