শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
যৌথবাহিনীর অভিযান

সাত জঙ্গি ও তিন পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি ও বান্দরবান সীমান্তে যৌথবাহিনীর অভিযানে জঙ্গি ও পহাড়ি সশস্ত্র গ্রুপের ১০ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সাতজন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার। বাকি তিনজন পাহাড়ি সশস্ত্র সংগঠনের। বৃহস্পতিবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন রাই্যং ও বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাইজাম পাড়া, শিপ্পি পাহাড়,  রনিন পাড়া ও কেউক্রাডং পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী।  সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর ব্যাপক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুড়িয়ে দেওয়া হয় তাদের আস্তানা। আটক করা হয় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাত সশস্ত্র জঙ্গিসহ পাহাড়ি সশস্ত্র সংগঠনের তিন সদস্যকে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা জানতে পেরেছি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া সারাদেশ থেকে সদস্য সংগ্রহ করে পাহাড়ে আস্তানা করেছে। পাহাড়ি সশস্ত্র সংগঠনের সঙ্গে প্রশিক্ষণও শুরু করেছে। তাই তাদের বিরুদ্ধে যৌথবাহিনী চিরুনি অভিযান চালায়। সশস্ত্র সন্ত্রাসী ও জঙ্গিদের প্রশিক্ষণ আস্তানা ধ্বংস করতে আমরা সক্ষম হয়েছি। তাদের মধ্যে ১০ জন আটকও হয়েছে। অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ খবর