শিরোনাম
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আবারও ট্রাম্পের হুংকার

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আবারও ট্রাম্পের হুংকার

তেলেবেগুনে জ্বলে উঠে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের পাঠানো নোটিসের কঠোর সমালোচনা করেছেন। কারণ এতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলায় সরাসরি তিনি জড়িত বলে উল্লেখ করা হয়েছে এবং ওই নোটিস অনুযায়ী ১৪ নভেম্বর তাকে ক্যাপিটল হিলের শুনানিতে সশরীরে হাজির হতে অথবা ভার্চুয়ালে বক্তব্য দিতে বলা হয়েছে। তার ১০ দিন আগে অর্থাৎ ৪ নভেম্বরের মধ্যে আত্মপক্ষ সমর্থনের পক্ষে কোনো দলিল-দস্তাবেজ থাকলে তা কমিটি বরাবরে জমা দেওয়ার কথাও বলা হয়েছে। এই নোটিস গত শুক্রবার পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর পরদিন শনিবার সন্ধ্যায় টেক্সাসের  রবস্টনে দলীয় এক প্রার্থীর নির্বাচনী সমাবেশে তেলে-বেগুনে জ্বলে উঠে হুঙ্কার ছেড়ে তিনি বলেন, ‘ওরা আমাকে তলবী নোটিস পাঠিয়েছে! ভাবতে পার? কূটচক্রে লিপ্ত এই মানুষগুলো আমাকে তলব করেছেন? ওরা কিন্তু প্রকৃত তথ্য উদঘাটনে আগ্রহী নন। ওরা চায় না যে ভোট কারচুপি আর জালিয়াতিসহ ফলাফল পাল্টে দেওয়ার রহস্য উদঘাটিত হোক।’ সমাবেশের ভক্তদের উত্তেজনাকর স্লোগানের মধ্যে ট্রাম্প উল্লেখ করেন, ওই নির্বাচনে যে দুর্নীতি-কারচুপির ঘটনা ঘটেছে, যা ছিল ব্যাপক, তা নিয়ে তদন্ত করতে চাওয়া হচ্ছে না। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর