শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সরকারের ডাকাতির ফসল লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

সরকারের ডাকাতির ফসল লোডশেডিং

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকার বিদ্যুৎ খাতে ডাকাতির জন্য দেশে কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের স্থায়ী ব্যবস্থা করেছে। বিদ্যুতের বিষয়ে কেউ যাতে আইনের আশ্রয় না নিতে পারে সেজন্য তারা পার্লামেন্টে ‘ইনডেমনেটি’ আইন পাস করে বিদ্যুৎ সেক্টরে ডাকাতি করার সুযোগ করে দিয়েছে। সেই ডাকাতির ফসল হচ্ছে আজকে বাংলাদেশের এই লোডশেডিং। এই অবস্থা থেকে উত্তরণে এ সরকারের পরিবর্তনের কোনো বিকল্প নেই।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় ‘স্বৈরশাসনে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের দুই সাবেক সভাপতি শওকত মাহমুদ ও কামাল উদ্দিন সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান মহাসচিব নুরুল আমিন রোকন, সহসভাপতি মোদাব্বের হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর