শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জিম্বাবুয়ের কাছেও হারল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

শেষ ওভারে জিততে পাকিস্তানের দরকার ১১ রান। ব্রাড ইভান্সের প্রথম বলে ৩ রান নেন মোহাম্মদ নেওয়াজ। পরের বলে ওয়াসিম বাউন্ডারি মেরে ব্যবধান কমিয়ে আনেন ৪ রানে। জিততে পাকিস্তানের চাই ৪ বলে ৪ রান। সেই কাজটি করতে পারেনি পাকিস্তান। ইভান্সের শেষ চার বলে ২ রান নিয়ে হেরে গেছে ১ রানে। দুরন্ত ক্রিকেট খেলে ১ রানের অবিশ্বাস্য জয় পেয়েছে জিম্বাবুয়ে। ভারতের পর জিম্বাবুয়ের কাছে হেরে বাবর আজমের পাকিস্তান আসর থেকে  ছিটকে পড়ার আশঙ্কায় পড়েছে। একই দিন ভারত ৫৬ রানে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ভাগাভাগি করে নিয়েছিল পয়েন্ট। টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ব্যারিয়ার টপকে সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। পার্থে গতকাল প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ১৩০ রান। সর্বোচ্চ ৩১ রান করেন শিন উইলিয়ামস। তার ইনিংসটি সাজানো ছিল ২৮ বলে। এছাড়া মাধেভেরে ১৭, ক্রেইগ আরভিন ১৯, ব্রাড ইভান্স অপরাজিত ১৯ রান করেন। পাকিস্তানের ডান হাতি পেসার মোহাম্মদ ওয়াসিম ৪ ওভারের স্পেলে ২৪ রানের খরচে নেন ৪ উইকেট। লেগ স্পিনার শাদাব খান ৪ ওভারের স্পেলে ২৩ রানের খরচে নেন ৩ উইকেট। ১৩১ রানের টার্গেটে শেষ বলে হেরে যায় পাকিস্তান। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সংগ্রহ করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান। ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা ৪ ওভারের স্পেলে ২৫ রানের খরচে ৩ উইকেট নিয়ে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর