শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সংঘর্ষের পর স্বেচ্ছাসেবক দলের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এতে পুলিশের কাজে বাধা এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বুধবার রাতে সিএমপির কোতোয়ালি থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বিকালে নুর আহমদ সড়ক এলাকায় মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর