রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরি করেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে চরম বিপর্যয়ে ধৈর্যের প্রতীক হয়ে সেঞ্চুরি করেন ফিলিপস। ৬৪ বলে খেলেন ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের ইনিংস। তার সেঞ্চুরির ম্যাচে নিউজিল্যান্ড পাত্তাই দেয়নি এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। ফিলিপসের সেঞ্চুরি ও বুল্টের বিধ্বংসী বোলিংয়ে এশিয়ান চ্যাম্পিয়নদের ৬৫ রানে হারিয়ে গ্রুপ-১’র পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট ৩ ম্যাচে ৫। দাসুন শানাকার শ্রীলঙ্কা ৩ ম্যাচে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিয়েছে। ফিলিপসের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৬৭ রান। ১৯.২ ওভারে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১০২ রানে। সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে পুরোপুরি কোণঠাসা নিউজিল্যান্ডকে একাই টানেন ফিলিপস। চতুর্থ জুটিতে ড্যারেন মিচেলের সঙ্গে যোগ করেন ৮৪ রান। মিচেল ২২ রান করেন। ফিলিপস খেলেন ১০৪ রানের ম্যাচসেরা ইনিংস। যদিও তার ইনিংসটি নিচ্ছিদ্র ছিল না। ব্যক্তিগত ১২ রানের সহজ জীবন পান পিথুম নিশাঙ্কার হাতে। ১৬৮ রানের টার্গেটে বুল্টের বিধ্বংসী বোলিংয়ে ১০২ রানে গুটিয়ে যায় দাসুন বাহিনী। পাওয়ার প্লে’র ৬ ওভারে রান ছিল ১৫ রানে ৪ উইকেট। সেখান থেকে ভানুকা রাজাপক্ষে ও দাসুন লড়াই করে দলের স্কোর শয়ের ঘর পার করেন। রাজাপক্ষে ৩৪ রান করেন ২২ বলে ৩ চার ও ২ ছক্কায়। শানাকা ৩৫ রান করেন ৩২ বলে ৪ চার ও এক ছক্কায়। বাঁ হাতি সুইং বোলার বুল্ট ৪ ওভারের স্পেলে ১৩ রানের খরচে নেন ৪ উইকেট। আগের ক্যারিয়ার সেরা বোলিং ছিল তার ভারতের বিপক্ষে ২০১৭ সালে ৩৪ রানে ৪ উইকেট। নিউজিল্যান্ড প্রথম ম্যাচে ৮৯ রানে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ভেসে যায় আফগানিস্তান ম্যাচ। আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচ হারায় শ্রীলঙ্কা। পরের ম্যাচে ৭ উইকেটে হারে অস্ট্রেলিয়ার কাছে।  চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়ে অভিযান শুরুর পর নিউজিল্যান্ডের পরের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আরেকটি বড় জয়ে নেট রানরেট আরও বাড়িয়ে নিল গতবারের রানার্সআপরা। সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে রাখতে পারে বড় ভূমিকা।

সর্বশেষ খবর