শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এবার মিশন পাকিস্তান

আসিফ ইকবাল

এবার মিশন পাকিস্তান

অ্যাডিলেডে অনুশীলনের ফাঁকে খুদে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন সাকিব আল হাসান -এএফপি

গ্রুপ-২-এর সেমিফাইনালে ওঠার সমীকরণটা সাদা চোখে বেশ জটিল। অঙ্কের হিসাবে আবার সরলও। গ্রুপ-২ থেকে সেমিফাইনাল খেলার রেসে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও বাংলাদেশ। ভারতের জন্য সমীকরণটি সরল। মেলবোর্নে জিম্বাবুয়েকে হারালেই হবে। হারলে রোহিত শর্মার দলটি রানরেটের গ্যাড়াকলে পড়বে। তবে বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে ভারতের জয় কামনা করতে হবে। ভারতকে জিততেই হবে। সাকিবদের সেমিফাইনালে ওঠার  সমীকরণ অনেকটাই কঠিন। শুধু বাবর আজমের পাকিস্তানকে হারালেই হবে না, হারতে হবে দক্ষিণ আফ্রিকাকেও। যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় প্রোটিয়াসরা, তখন টেম্বা বাভুমাদের পয়েন্ট হবে ৫ ম্যাচে ৫। বাংলাদেশ জিতলে পয়েন্ট হবে ৫ ম্যাচে ৬। পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে যাবে তখন সাকিব বাহিনী। পাকিস্তান যদি জিতে যায়, এবং ভারত ও দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তাহলে ভারত ও পাকিস্তান খেলবে সেমিতে। সুতরাং আগামীকাল এডিলেডে ডাচ বাহিনীকে হারাতেই হবে প্রোটিয়াসদের। সেমিতে খেলতে বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকে। জটিল সমীকরণের ম্যাচগুলোর দিকে নজর না দিয়ে টাইগারদের ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরণ শ্রীরাম চাইছেন বাংলাদেশ যেন অন্য ম্যাচগুলোর দিকে নয়, সবার নজর যেন থাকে পাকিস্তান ম্যাচের দিকে। টি-২০ বিশ্বকাপে টাইগারদের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদের কণ্ঠেও একই সুর, ‘এই গ্রুপে সব ম্যাচই ইন্টারেস্টিং হয়েছে। এখনো যেকোনো কিছু হতে পারে। মিরাকল হয়ে যেতে পারে। মূল লক্ষ্য থাকবে, শেষ ম্যাচটায় একই স্পিরিট নিয়ে যাওয়া। ভালো খেলে জিততেই চাইব। যদি ম্যাচ জিততে পারি, পরে কী হবে সে ক্যালকুলেশন পরে দেখা যাবে। মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’ সমীকরণের জট এড়িয়ে সাকিবদের এখন অপেক্ষায় পাকিস্তানকে হারানোর। সমীকরণটা এমন জটিল হতো না সাকিবদের জন্য, যদি ভারতের বিপক্ষে ম্যাচটি জিতত। বৃষ্টি¯œাত ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ৫ রানে। ওই হারে টাইগাররা সেমিফাইনালের রেস থেকে পিছিয়ে পড়ে। যদি জিতত, তাহলে সেমিতে খেলতে সাকিবদের শুধু পাকিস্তানকে হারালেই হতো। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে বাংলাদেশ। এবারই প্রথম চূড়ান্ত পর্বে জয় পেয়েছে টাইগাররা। পেয়েছে দুটি জয়। হারিয়েছে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে। সমীকরণের হিসাবে পাকিস্তানকে হারাতেই হবে। তবে পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ থেকে বেশ এগিয়ে পাকিস্তান। ১৭ মুখোমুখিতে মাত্র ২টি জয় রয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে জয় দুটির প্রথমটি ২০১৫ সালে মিরপুরে। ২২ বল হাতে রেখে জিতেছিল ৭ উইকেটে। দ্বিতীয় জয়ও মিরপুরে। ২০১৬ সালের টি-২০ এশিয়া কাপে বাংলাদেশ ৫ বল হাতে রেখে জিতেছিল ৫ উইকেটে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ জয়ের মিশনে নামছে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর