শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

যুবলীগের ধাওয়ায় ছাত্রদল নেতার মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিলে যুবলীগ ধাওয়া দিয়েছে। এ সময় দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিক নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার এশিয়ান বাইপাস মহাসড়কের টেংরার টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতা অমিত হাসান

অনিক উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে। অমিত ডাচ-বাংলা ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। রূপগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভূঁইয়া জানান, রাত ৭টার দিকে এশিয়ান বাইপাস সড়কে টেংরার টেক এলাকায় ছাত্রদল মশাল মিছিল শেষে ফেরার পথে ভুলতা ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদ ভূঁইয়া ও ইকবাল শিকদারের নেতৃত্বে ৬-৭টি মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এ সময় পালাতে গিয়ে প্রাইভেটকারের চাপায় ছাত্রদল নেতা অমিত হাসান অনিক গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ হামলায় ছাত্রদলের আবু হানিফ, অপু মিয়া, আমির হোসেন, আবদুুল হালিম, সানি, হৃদয় মীর, রাশেদুল মোল্লাসহ ছাত্রদলের অনেকে আহত হন। এদিকে অমিত হাসান অনিকের বড় বোন আঞ্জুমান আক্তার দাবি করেন, সড়ক দুর্ঘটনায় তার ভাই নিহত হয়েছেন। নিহতের জানাযা নামাজ হয় গতকাল রাতে কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে। এতে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদল সভাপতি রৌনকুল ইসলাম শ্রাবণ, প্রথম যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমদ টিটু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনির, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমনসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর